সাপ্তাহিকী




বিগ বেনের ভেতরে। উৎস

When two people are under the influence of the most violent, most insane, most delusive, and most transient of passions, they are required to swear that they will remain in that excited, abnormal, and exhausting condition until death do them part. 
                                                                                     ---George Bernard Shaw




ব্রহ্মাণ্ডের উৎপত্তি, নোয়ার বানডাকা ইত্যাদির সালতামামি জানতে হলে এই লিংকটায় ক্লিক করতেই হবে।



নরওয়ের নকল সূর্য।

গুগল অটোকমপ্লিট। কমপ্লিট ননসেন্স।

অতই যদি প্যাকনা, নিজে বানালেই পারে।

হরর স্টোরি। মাত্র দু’লাইনেই ঘাড়ের লোম খাড়া করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

এ সপ্তাহের গান। পাহাড়ি সান্যালের গলাটা কিন্তু পাহাড়ি সান্যালের নিজেরই। ভদ্রলোক রীতিমত ভালো ক্লাসিক্যাল গাইয়ে ছিলেন। জনশ্রুতি আছে সদ্যকিশোর ভীমসেন যোশী যখন সার্থক গুরুর খোঁজে বাড়ি থেকে পালিয়েছিলেন, তখন অনেক ঘাটের জল খেতে খেতে পাহাড়ি সান্যালের বাড়িতেও তাঁর ঠাঁই হয়েছিল। মন টেঁকেনি।

Comments

  1. horror story gulo besh bhoyer

    ReplyDelete
  2. Pahari Sanyaler gaan amaro khub bhalo lage. Ei gaanta nishchoi shunechho, Kuntala di? Amar onyotomo favourite cinema, ar onyotomo favourite gaan. :)

    http://www.youtube.com/watch?v=hzEXp8S_0fY

    ReplyDelete
    Replies
    1. ও মা, গানটার কথা মনেই ছিল না। থ্যাংক ইউ বিম্ববতী।

      Delete
  3. একটা ব্যাপার বুঝলাম না, সব বাঙালী মিলে হঠাৎ অবাঙালী উচ্চারণে 'কি করে বাজালে বলো...' গাইছে কেন?

    ReplyDelete

Post a Comment